প্রায় ১৭ মাস পর পূণার্ঙ্গ হলো আহ্বায়ক কমিটি, ৫১ জনের নেতৃত্বে মহানগর যুবদল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বার্তায়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ওই কমিটি ঘোষণা করেন।
এ কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সদস্য সচিব সাহেদ আহমেদ ।
যুগ্ম আহ্বায়ক পদে আরও আছেন নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা।
সদস্য পদে আছেন, রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মো. মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়জুল্লাহ সজল, আলী ইমরান শামীম, মো. তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, মো. শাহিন শরিফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাঈদ হাসান রিপন, আরিফ খান, কাউছার আহমেদ, সদস্য (দপ্তরে সংযুক্ত) এডভোকেট শাহিন খান, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আলী আহসান সৌরভ, মো. বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, সম্রাট হোসেন সুজন, আশরাফুল হক তান্না, জাহিদুল ইসলাম শুভ, মাহফুজুর রহমান ফয়সাল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট মহানগর যুবদলের আহ্বায়ক পদে মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সদস্য সচিব শাহেদ আহমেদকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।