শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
রাজনীতি

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুর্নবহালের দাবিতে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

লাইভ নারায়ণগঞ্জ: প্রাথমিকে সংগীত ও শারীরচর্চা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চাষাড়া শহিদ মিনারের সামনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলা সদস্য আহম্মেদ রবিন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সায়েম মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে, শিশুদের শারীরিক মজবুত গঠন ও সুষম মানসিক বিকাশের লক্ষ্যে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই প্রাথমিকে সংগীত ও শরীর চর্চা শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল। তাঁরা উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর নেশা, মাদক সেবন, কিশোর গ্যাং, এবং জঙ্গীবাদী প্রবণতা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলার বিকল্প নেই।

তারা সরকারের এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতি’ বলে উল্লেখ করে অভিযোগ করেন যে, সরকার ‘কয়েকটি ধর্মীয় সাম্প্রদায়িক দলের কাছে আত্মসমর্পণ করেছে’। নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন যে, এই চিহ্নিত গোষ্ঠী তালেবানী কায়দায় শিক্ষা কাঠামো তৈরি করতে চায় এবং শারীরিক ও মানসিকভাবে একটি পঙ্গু প্রজন্ম তৈরি করতে চায়।

বক্তারা বলেন, বিগত কয়েক বছরে চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি দ্বারা পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল, পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি অপসারণ, এবং ৫ আগস্টের পর থেকে মাজার-মন্দির আক্রমণ, ভাংচুর, ভিন্ন মতাবলম্বীদের হত্যা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাংচুরের মতো ঘটনার কথা উল্লেখ করেন। তারা বলেন, প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করার ধারাবাহিকতা মাত্র।

নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রাথমিকে শারীরিক ও সংগীতের শিক্ষক নিয়োগ দিয়ে শিশু-কিশোরদের মানবিক বিকাশের রাস্তা খুলে দেওয়ার জোর দাবি জানান।

RSS
Follow by Email