বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03রাজনীতি

প্রশাসন টালবাহানা করে আমাদের দাবি পাশ কাটিয়ে যাচ্ছে: রফিউর রাব্বি

লাইভ নারায়ণগঞ্জ: ‘মানুষের আন্দোলন-সংগ্রামে বিজয় এসেছে। কিন্তু এই মাফিয়াদের উৎখাত করা যায় নাই। গডফাদারদের চলে যাওয়া পর যারা আছেন, এরা নামধারী বাস মালিক। এরা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্র্রয়োজন। প্রশাসন টালবাহানার মধ্য দিয়ে, কাল ক্ষেপন করে তারা আমাদের দাবিগুলো পাশ কাটিয়ে যাচ্ছে।

শনিবার (৯ নভেম্বর) চাষাড়া শহীদ মিনারে এক সমাবেশে এই কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের এক মশাল মিছিলের আয়োজন করা হয়। এর আগে, এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রফিউর রাব্বি বলেন, আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি, আগামী পনের তারিখের মধ্যে এই দাবি মানা না হয়, সতের তারিখ নারায়ণগঞ্জ শহরে মানুষ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে। আমাদের দাবি আদায় করেই আমরা মাঠ ছাড়বো।

পরবর্তীতে শহরের বঙ্গবন্ধু রোডে এক মশাল মিছিল বের হয়। মিছিলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়। সেই সাথে মিছিলে নেতৃবৃন্দকে ‘বাসের ভাড়া না কমালে ১৭ তারিখ হরতাল’ স্লোগান দিতে দেখা যায়।

RSS
Follow by Email