বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Led05রাজনীতি

প্রয়োজনে অন্তবর্তী সরকারকেও পুনর্গঠন করা যেতে পারে: আবু হাসান টিপু

লাইভ নারায়ণগঞ্জ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু বলেন, ক্ষমতা গ্রহণের আড়াই মাস পর মানুষ এখন সরকারের সাফল্য দেখতে চায়। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের ব্যর্থ হওয়ার কোন অবকাশ নেই। প্রয়োজনে অন্তবর্তী সরকারকেও পুনর্গঠন করা যেতে পারে। অপরদিকে সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে যেসব ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চলছে তার বিরুদ্ধেও জনগণকে সোচ্চার হতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে হাজিগঞ্জ বাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সভায় এ কথা বলেন আবু হাসান টিপু।

তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য নিয়ন্ত্রণের মত অতি সংবেদনশীল ও জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেন ভিন্ন কোন অলীক কল্পনাপ্রসূত লক্ষ্যের পথে যাত্রা করেছেন। পতিত ফ্যাসিবাদী সরকারের সকল কাঠামো অক্ষুন্ন রেখে একের পর এক ভৌতিক পরিবর্তনের স্বপ্ন বিনির্মাণ করে চলেছে। ফলে সরকারের বজ্র আঁটুনি আজ ফস্কা গেরোতে পর্যবেষিত হচ্ছে।

সভায় শ্রমিকনেতা মোক্তার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুরুজ আলী মাতুব্বর, শামসুজ্জামান বাবর, আবুল কালাম আজাদ প্রমুখ।

RSS
Follow by Email