সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02রাজনীতি

প্রয়াত-প্রবীণ বিএনপি নেতাদের পরিবারের পাশে মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ, ত্যাগী ও প্রয়াত নেতা-কর্মীদের পরিবারের খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। তিনি রবিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মাসুদুজ্জামান প্রয়াত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মমিনউল্লাহ ডেভিডের বোন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানার মা, শহর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব জাহাঙ্গীর আলমের পরিবার এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের সঙ্গে দেখা করে তাদের শারীরিক অসুস্থতার খোঁজ নেন।

তিনি বলেন, “আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং যেকোনো প্রতিকূল মুহূর্তেও আমরা আপনাদের পাশে থাকব। নমিনেশন কোনো ব্যাপার না, দোয়া করবেন যাতে মানুষের কাছে থাকতে পারি। দশজন মানুষের কাজে যাতে লাগতে পারি, সেই চেষ্টাই থাকবে আমার।” তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেবে, আমরা তারই নির্বাচন করব। আমরা একই পরিবারভুক্ত এবং সেই জিনিসটার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট ভাই শামীম আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির কার্যকরী সদস্য ফারুক হোসেন ও মনোয়ার হোসেন শোখন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কুসহ অন্যান্য নেতা-কর্মীরা।

RSS
Follow by Email