শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
ফতুল্লারাজনীতি

প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য মুসলিম একাডেমীর দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: মাসদাইর বাজারস্থিত মুসলিম একাডেমী-র উদ্যোগে প্রয়াত বিশিষ্ট সদস্য, সমাজসেবক ও দানবীরদের রুহের মাগফিরাত এবং গুরুতর অসুস্থদের রোগমুক্তির কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আসর এই আয়োজনে একাডেমীর বর্তমান ও প্রাক্তন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত হওয়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্মরণ করা হয়। এদের মধ্যে রয়েছেন সমাজসেবক ও দানবীর মরহুম মো: ফরিদ উদ্দিন, একাডেমীর প্রাক্তন নির্বাহী পরিচালক মরহুম এস, এম বাহাউদ্দিন এবং প্রাক্তন পরিচালক মরহুম কাজী শফীক হাসান। এছাড়াও মরহুম হাজী মন্টু শেখ, সমাজ কল্যাণ প্রভাতী সংসদের সভাপতি মরহুম শাহাদাৎ হোসেন সাধু, এবং মরহুম জহিরুল ইসলাম খান সহ অন্যান্য প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পাশাপাশি, একাডেমীর পরিচালক (সমাজকল্যাণ) মোঃ মনির হোসেন খান, যিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুশয্যায়, তার আশু রোগমুক্তি কামনায় উপস্থিত সকলে বিশেষ প্রার্থনা করেন।

একাডেমীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া-এর সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।

একাডেমীর নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: নুরুল ইসলাম খান, উর্দ্ধতন সহ সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূঁইয়া, সহ সভাপতি জনাব মোস্তফা কামাল ও হাজী মোহাম্মদ হোসেন শেখ, যুগ্ম নির্বাহী পরিচালক জনাব মাকছুদুল আলম খন্দকার, সহ নির্বাহী পরিচালক জনাব খসরু নোমান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের পরিচালক যেমন— আলহাজ্ব শাহাবদ্দিন আহম্মদ খন্দকার (অর্থ), জনাব মো: আব্দুল হালিম (দপ্তর ও প্রচার), জনাব মো: শাহ আলম ভূঁইয়া (শিক্ষা ও সংস্কৃতি), জনাব মো: রবিউল আলম খাঁন (ক্রীড়া), জনাব নাজমুল কবির নাহিদ (পাঠাগার) এবং ডা: মো: নুরুল হক (ধর্ম) উপস্থিত ছিলেন।

এছাড়া পরিচালক আলহাজ্ব শাহজাহান আহম্মদ প্রধান, হাজী গোলজার হোসেন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম, ইয়াসির সুলতান, আজীবন সদস্য আলহাজ্ব এস. এম শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যগণ মিলাদ মাহফিলে যোগ দেন।

RSS
Follow by Email