রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

প্রমিলা ক্রিকেটারদের ক্রীড়া সামগ্রী দিলেন তানভীর আহমেদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নারী ক্রিকেটারদের অনুশীলনের জন্য,ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন তানভীর আহমেদ টিটু। যিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি’র পরিচালক। সোমবার (৫ ফেব্রুয়ারি) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া সামগ্রী বিকরণ করা হয়েছে।

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীগণ ছাড়াও অন্যান্য স্কুলের প্রমিলা ক্রিকেটারগণ এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। অনুশীলন করাবেন ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ২টা ব্যাট, ব্যাটিং প্যাড জোড়া, ব্যাটিং গ্লাভস জোড়া, আর্মড গার্ড ২পিস, হেলমেট ২টি, উইকেট কিপিং গ্লাভস জোড়া, কিপিং প্যাড জোড়া, ইনার গ্লাভস ১ জোড়া, চেস গার্ড ২পিস, ব্যাগ ২টি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মাসুদা বেগম, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য ডা.রাকিবুল ইসলাম শ্যামল, ফিরোজ মাহমুদ সামাসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

RSS
Follow by Email