মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led01Led02জেলাজুড়ে

প্রবীণ জনগোষ্ঠী আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্মে তোমায় রাখবো আগলে’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, পরিবার ও সমাজে প্রবীণেরা আজও অবহেলিত। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “প্রবীণ জনগোষ্ঠী আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ত্যাগ ও প্রজ্ঞা আমাদের প্রেরণার উৎস। তাই প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করলেই গড়ে উঠবে মানবিক সমাজ।”

তিনি আরও বলেন, বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেজন্য পরিবারের সদস্যদের দায়িত্বশীল হতে হবে। উন্নত বিশ্বে প্রবীণ নাগরিকদের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে। তিনি আশ্বাস দেন, নারায়ণগঞ্জে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, গণপরিবহনসহ অন্যান্য স্থানে অগ্রাধিকার ভিত্তিতে সেবার বিষয়টি নিশ্চিত করা হবে।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বলেন, “বার্ধক্যে প্রবীণরা যেন অবহেলার শিকার না হন, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রবীণদের কর্মক্ষম ও সুস্থ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।”

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার বলেন, “প্রবীণদের কল্যাণে আমাদের সংঘ কাজ করে যাচ্ছে। বার্ধক্যে পরিবারের বাবা-মায়েরা যাতে তাদের আদরের সন্তান দ্বারা অবহেলার শিকার না হন, তাদের প্রতি যত্নশীল হতে হবে।”

গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, জেষ্ঠ্য নাগরিকদের জন্য হাসপাতালগুলোতে আলাদা স্বাস্থ্যসেবা, গণপরিবহনে আলাদা বসার ব্যবস্থা সহ সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। তাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার তার বক্তব্যে জানান, প্রবীণ জনগোষ্ঠির সুরক্ষায় সরকার বয়স্ক ভাতাসহ ভরণ-পোষণ আইনসহ নানা উদ্যোগ নিয়েছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করেই সরকার তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর আহসান শরীফ, সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, সদস্য মিজানুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভার আগে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

RSS
Follow by Email