শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led04আড়াইহাজারজেলাজুড়ে

প্রবাসীর বাড়ীতে ডাকাতি, ১২ লাখ টাকার স্বর্ণ-নগদ লুট

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আমেরিকা প্রবাসী সাইদ মিয়ার বাড়ীতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাত দল প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং কিছু আমেরিকান ডলার লুটপাট করে নিয়ে গেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার এঘটনা ঘটে। ঘটনায় গৃহকর্তা সাইদ (৫০) গুরুতর জখম হয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি করে।

গণমাধ্যমকে ওই পরিবার আরও জানায়, পাকা ভবনের প্রধান গেইটের তালা কেটে একদল মুকোশ পরিহিত সশস্ত্র ডাকাত ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ও মালামাল লুটপাট করতে থাকে। এ সময় গৃহকর্তা সাইদ ডাকাত দলকে বাধা দেয়ার চেষ্টা করলে, ডাকাতেরা তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আক্রান্তদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হতে থাকলে ডাকাত দল লুন্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। গৃহকর্তার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email