প্রধান বিচারপতির বাসভবনে হামলা: আইনজীবী সমিতির বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি’র বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া, সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জেলার পি, পি এডভোকেট মনিরুজ্জামান বুলবুল, জি,পি মেরিনা বেগম, এডভোকেট বিদ্যুৎ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।