সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে: সগীর

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সগীর আহাম্মেদ বলেছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন বলেই পদ্মা সেতুর মতো ব্রীজ আমরা নির্মান করা সম্ভব হয়েছে। তার কারণেই কর্ণফূলি টার্নেল আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২নং রেল গেইট এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email