সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led05জেলাজুড়েরাজনীতি

প্রধানমন্ত্রীর সমাবেশে বিশাল মিছিল নিয়ে হাজির আহম্মেদ কাউসার

লাইভ নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগরীতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা। এরই মধ্যে এক বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন যুবলীগ নেতা আহম্মেদ কাউসার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় আসে মিছিলটি। সেখান থেকে একেএম শামসুজ্জোহা ত্রীড়া কমপ্লেক্সের দিকে রওনা দেয় । ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম’, ‘নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাটি’ স্লোগানে পায়ে হেটে হাজার কর্মী নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন যুবলীগ নেতা আহম্মেদ কাউসার।

উল্লেখ্য, ফতুল্লার একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত জনসভায় দুপুর আড়াইটায় দেশ বাসীর জন্য ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে তার শেষ জনসভা। এতে বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন।

RSS
Follow by Email