শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন জাকির চেয়ারম্যান

লাইভ নারায়ণগঞ্জ: জাঁকজমকপূর্ণ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় আলীরটেক ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালন করেন তিনি।

চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের রূপকার ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রসেনানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে সেই মহান নেত্রীর ৭৭ তম জন্মবার্ষিকীতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার জন্য সুদীর্ঘ জীবন ও নেক হায়াত কামনা করছি।

তিনি আরো বলেন অতি দ্রুত সময়ের মধ্যে ডিক্রীরচর খেয়াঘাটে ফেরী চলাচল হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার ওসমান গনি, ৩ নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার রওশন আলী, ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান ভেন্ডার, ৬ নং ওয়ার্ড মেম্বার মো. ফিরোজ মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার মুক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড মেম্বার শাহিন রাজু, ইউপি সচিব সম্রাট আহমেদ, সংরক্ষিত মহিলা মেম্বার রুমা বেগম, আকলিমা আক্তার, কোহিনুর বেগম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শরীফ হোসেন, সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন রানা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মাতবর, সদর থানা যুবলীগের নেতা আশরাফ উদ্দিন মামুন পাঠান, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, আওয়ামী নেতা মো. বাতেন পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ইউপি মিলনায়তনে বিশাল আকারের কেক কেটে এবং মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ার মাধ্যমে জন্মদিন পালিত হয়।

RSS
Follow by Email