রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

প্রথম দিন কর্মস্থলে যা বললেন নজরুল ইসলাম বাবু

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে কর্মস্থলে যোগি দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি এবং সংসদ হুইপ নজরুল ইসলাম বাবু। প্রথম দিনের কর্মস্থলে যোগদানের অনুভুতি জানালেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমাকে দেশের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আজ যে দায়িত্ব পেয়েছি সেই জন্য সকলের কাছে দোয়া চাই। প্রথম দিন কর্মস্থলের অনুভূতি হিসেবে নিজেকে খুব ধন্য মনে করি এমন একটা জায়গায় এসেছি যেখানে বৃহৎ পরিসরে জনগণের সেবা করতে পারবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দোয়া এবং ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করেছি, সততা এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাবো। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি বঙ্গবন্ধুর আদর্শে আমরা যেন সেভাবেই দেশটাকে গড়তে তুলতে পারি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

RSS
Follow by Email