মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led04সোনারগাঁ

প্রথমে ছিনতাই পরে গণধর্ষণের অভিযোগ, দুইজন আটক

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়েত প্রবাসীর গাড়িতে ছিনতাই করে মাদক সেবনের পর, ফের আরেক সিএনজিতে ছিনতাই করা হয়। এরপর সিএনজিতে থাকা এক নারী (৪০)কে গণধর্ষণ করা হয়। বুধবার দিবাগত রাতে পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। এ বিষয়ে ভূক্তভোগী ওই নারী বাদি হয়ে ৮ জনকে আসামী করে বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মামলার প্রধান আসামী মো. সজিব ও তার সহযোগী মো. হাসান। অভিযুক্ত সজিব হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান মামলার বরাত দিয়ে জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ভূক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজি যোগে কৃষ্ণপুরা এলাকায় তার খালাতো ভাই ইমনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় গ্রেপ্তারকৃত আসামী সজিবের নেতৃত্বে মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোম ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গী সোহান ও সজিব ওরফে বেড সজিব তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা অন্য একটি কক্ষে আটকে রেখে ভূক্তভোগী ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, গণ ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ভূক্তভোগী নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email