মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led03রাজনীতি

প্রত্যেক নাগরিকের একটি গাছ রোপণ করা উচিত: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: “প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা।”—এই আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, যে হারে গাছ কাটা হচ্ছে, সে অনুপাতে গাছ রোপণ না করায় সবাই ক্ষতির সম্মুখীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আজ সোমবার (৭ জুলাই) থেকে শুরু হয়েছে। শহরের জামতলা আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণে বাদ আসর এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” —এই শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা যে হারে গাছ কেটে ফেলি সেই অনুপাতে গাছ রোপণ করিনা। এতে করে আমাদের সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি।” তিনি মা, বোনসহ সকলকে তাদের নিজ নিজ আঙ্গিনায় একটি করে বৃক্ষ রোপণ করার অনুরোধ জানান। তিনি আরও বলেন, গাছ রোপণ করলে শুধু উপকারই হয় না, আল্লাহ তায়ালা সদকায়ে জারিয়ার সওয়াবও পাওয়া যায়।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, থানা আমীর মাহাবুবুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য শেখ ফরিদ প্রমুখ।

RSS
Follow by Email