প্রতিনিয়ত তোফাজ্জল ভাইকে স্ট্রাগল করে কাজ করতে হয়েছে: এড. মাসুম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, তোফাজ্জল ভাই একজন পন্ডিত পুরুষ ছিলেন, উনি কখনো হতাশ হন নাই। কিন্তু প্রতিনিয়ত তাকে স্ট্রাগল করে কাজ করতে হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, কাজের ব্যপারে কোন আপোস ছিলো না। একজন সম্পাদক হয়েও তিনি ক্যামেরা হাতে ঘুরেছেন। সে যে একজন মনে প্রাণে সাংবাদিক ছিলেন, সাংবাদিতাকে ধারণ করেছেন তোফাজ্জল হোসেন তার দৃষ্টান্ত উদাহরণ।