শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
গণমাধ্যম

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন না.গঞ্জের মোরছালীন বাবলা

লাইভ নারায়ণগঞ্জ: প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন না.গঞ্জের সাংবাদিক মোরছালীন বাবলা। বুধবার (১ জানুয়ারি) রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কর্মস্থলে নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত আরও ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মোরছালীন বাবলা প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়াও তিনি মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন ও জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে ও দায়িত্ব পালন করেছেন তিনি।

RSS
Follow by Email