শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03রাজনীতি

প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের মানুষ ১৬ ডিসেম্বর শুধু বিজয় দিবস উদযাপন করেছে কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। গত জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে দেশ পুনরায় আবার স্বৈরাচারমুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পর এই প্রথম বিজয় দিবসে জনতার ব্যাপক উচ্ছাস দেখতে পাচ্ছি। হাজারো মানুষ বিজয় উদযাপন করার জন্য রাজপথে এসে আনন্দ মিছিল করছে, দেখে মনে হচ্ছে আমরা হয়তো স্বাধীনতা স্বাদ পেতে যাচ্ছি।

সোমাবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবসের বিজয় মিছিলে সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুক প্রমুখ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, এ বিজয় উদযাপন শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে হলে আমাদেরকে দেশের কল্যাণে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে। আমরা দেখেছি ৫ তারিখের পর আবার স্বৈরাচারের কিছু প্রেতাত্মা লুট, দখলদারী, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। আমারা তাদের বলব, আপনারা পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিন, অন্যথায় আওয়ামীলীদের মত করুণ পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সংখ্যানুপাতিক হারে ভোট গ্রহণ করে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাই সকলকে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে হাতপাখাকে সামনে নিয়ে অগ্রহসর হওয়ার উদাত্ত আহবান জানান।

RSS
Follow by Email