সোমবার, মে ১২, ২০২৫
Led01জেলাজুড়ে

প্রকৃতির রুদ্রমূর্তি: না.গঞ্জে তাপপ্রবাহে কাহিল জীবন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অব্যাহত তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় এই শিল্পনগরীতে এক ফোঁটাও বৃষ্টিপাত হয়নি। দিনের শুরু থেকেই প্রখর রোদ এবং ভ্যাপসা গরমে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজ শনিবার ভোর ৬টায় রাজধানী ঢাকার সাথে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের সূচনার জন্য অত্যন্ত অস্বস্তিকর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজও নারায়ণগঞ্জের আবহাওয়ার তেমন কোনো উন্নতি নেই। বরং গতকালের মতোই তীব্র গরমে নাকাল হতে হবে এখানকার বাসিন্দাদের। সকাল থেকে প্রখর রোদ চারপাশ তপ্ত করে তুলেছে, যার ফলে খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী শ্রেণী চরম দুর্ভোগে পড়েছে।

রবিবার (১১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে, যা এই তীব্র গরমে সামান্যতম স্বস্তিও এনে দিতে পারছে না। দিনের তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল নারায়ণগঞ্জে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই অঞ্চলের মানুষের জন্য চরম কষ্টদায়ক। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা কম নয়—রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে, অর্থাৎ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যা গরমের অনুভূতিকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। ফলে সামান্য শারীরিক পরিশ্রমেও মানুষ হাঁপিয়ে উঠছে।

প্রচণ্ড তাপদাহে নারায়ণগঞ্জের নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাস্তায় লোকজনের চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নির্মাণ শ্রমিক, রিকশাচালক এবং দিনমজুরেরা। একটু ছায়ার আশায় তারা গাছের নিচে বা অন্য কোনো শীতল স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার (১২ মে) থেকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, নারায়ণগঞ্জবাসীকে এই তীব্র গরম থেকে মুক্তি পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সহসা বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, তাপপ্রবাহ ১২ মে বা তার কাছাকাছি সময়ে কিছুটা প্রশমিত হতে পারে। তবে পুরোপুরি তাপপ্রবাহ মুক্ত হতে সম্ভবত ১৬ থেকে ১৮ মে পর্যন্ত সময় লাগতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মে মাস ঘূর্ণিঝড়প্রবণ হলেও আগামী ১০ দিনে তেমন কোনো শক্তিশালী ঝড়ের আশঙ্কা নেই। তবে, এই দীর্ঘ খরা এবং তাপপ্রবাহ নারায়ণগঞ্জের জনজীবনে এক অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। সাধারণ মানুষ এখন বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে।

RSS
Follow by Email