শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led04রাজনীতি

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় সাবেক কাউন্সিলর মতি

লাইভ নারায়ণগঞ্জ: স্ত্রীর শেষ বিদায়ের ক্ষণে পাশে থাকতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিউর রহমান মতি। শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর সুমিলপাড়াস্থ মোহর আলী সরদার বাজার জামে মসজিদ মাঠে মরহুমার প্রথম জানাজা নামাজে অংশ নিয়ে শেষবারের মতো স্ত্রীকে বিদায় জানান তিনি।

জানা যায়, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সহধর্মিণী রোকেয়া রহমান গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সুমিলপাড়াস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ছাড়াও এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়া রহমানের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সুমিলপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুমাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বাসভবনে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ, স্থানীয় বাসিন্দা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RSS
Follow by Email