বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02অর্থনীতিরাজনীতি

পোশাক খাতের সমস্যা সমাধানে সেলিম ওসমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস

লাইভ নারায়ণগঞ্জ: রপ্তানিমুখী পোশাক খাতে বিদ্যমান সমস্যাসমুহ সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ মে) গনভবনে দীর্ঘ চার ঘন্টাব্যাপী এক আলোচনা সভায় তিনি আশ্বাস দেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিদ্যমান জাতীয় অর্থনৈতিক ও বানিজ্যিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ী নেতাদের সাথে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তৈরি পোশাক খাতের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রী কাছে তুলে ধরেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান।

যার পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী এমপি সেলিম ওসমানকে আশ্বস্ত করেন যাবতীয় সকল সমস্যা সমাধানে তিনি দ্রুত উদ্যোগ নিবেন।

RSS
Follow by Email