পেট থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: বিশেষ কৌশলে পেটে করে পাচারকালীন সময় ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এক বাস থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলো, কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া সাতঘোরিয়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে আঃ শুকুর আলী (৩১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে র্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় বাস তল্লাশী করে আ: শুকুর আলী নামের এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বিশেষ কৌশলে তার পেটের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবতীর্তে আটককৃত ব্যক্তিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভিতর হতে সর্বমোট ৩৭৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বিকার করেছে। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পেটের ভিতর ঢুকিয়ে কক্সবাজার থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী আঃ শুকুর আলী (৩১) অভিনব কৌশলে কলার সাথে ৭৭ টি সাদা ও কালো পাতলা স্কচটেপ দিয়ে মোড়ানো কালোজাম আকৃতির বস্তু (যার ভিতরে সর্বমোট ৩৭৫০ পিস ছিল) খেয়ে পাচারের উদ্দেশ্যে নিজ পেটের ভিতর রেখে ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যহত থাকবে।