শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led03সোনারগাঁ

পৃথক অভিযানে রোহিঙ্গাসহ আটক ২, ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগায়ে পৃথক অভিযানে রোহিঙ্গা যুবকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) উপজেলা মোঘনা টোল প্লাজার সামনে ২টি পৃথক বাস থেকে অভিযুক্ত রোহিঙ্গা যুবক ও ঝর্না নামের এক নারীকে আটক করা হয়। এসময় যুবকের থেকে ১ হাজার পিস ইয়াবা ও নারীর থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার সবুজবাগ বাসাবো বাজার এলাকায় ওহাব কলোনীর আ: লতিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের মেয়ে ঝর্না বেগম (৩২) ও যুবক হলো মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে।

ঘটনার সতত্যা নিশ্চিত করে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, দুটি পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এক রোহিঙ্গা যুবকসহ এক নারীকে আটক করেছি। তাদের কাছে থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ৩০ বোতল ফেনসিডিল ও ৩ লাখ টাকা মূল্যের ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email