শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠিত না হলে বৈষম্য দূর হবে না: মুহাম্মদ সুলতান

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আজ বিজয়ের ৫৪তম দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসি বলেই ছাত্র জনতার আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে বঙ্গঅভিভাবক পীর সাহেব চরমোনাই হুজুরের আহ্বানে নারায়ণগঞ্জের রাজপথে নেমে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। মনে রাখবেন পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠিত না হলে বৈষম্য দূর হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর ডাচ্ বাংলা ব্যাংক চত্বরে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্য এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারলে বিজয় দিবসের উদযাপন সার্থক হবে। আজ বিজয়ের ৫৪ তম বছরে এসে আমরা কী দেখি ডাস্টবিনে মানব শিশু ও কুকুর খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। এই বাংলাদেশ কারও কাম্য ছিলো না।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর জয়েন্ট সেক্রেটারি ডা মুহাম্মদ সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা সিরাজ মোল্লা, থানা যুব আন্দোলনের সভাপতি মুহা নাসির উদ্দীন, থানা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা আমির হামজা, প্রকাশনা সম্পাদক মুহা ওমর ফারুক সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ

RSS
Follow by Email