পূজায় পটকা-বাজি ফুঁটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না: ওসি সদর
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বিত নজরদারির পাশাপাশি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মাদক ব্যবহার পরিহারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট-এর জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ সদর থানাধীন বিভিন্ন মণ্ডপের নেতারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. নাছির উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, পূজা মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতায় এ বছর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।
ওসি নাছির উদ্দীন পূজা কমিটির নেতাদের প্রতি জরুরি নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করে থানায় জমা দিতে হবে। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ অভিযান ও মনিটরিং থাকবে। পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবও মনিটরিং করবে। এলাকা ভিত্তিক পুলিশের এসআইদের দায়িত্ব দেওয়া হয়েছে। মাদক ব্যবহার পরিহার করতে হবে। আনন্দ করার জন্য পটকা ও বাজি ফুঁটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
প্রতিমা বিসর্জনের জন্য সড়ক নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “শহরের ২নং রেলগেইট দিয়ে প্রবেশ করে ১নং রেলগেইট হয়ে ৫নং ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে কালিরবাজার সড়ক দিয়ে বেরিয়ে আসবেন।”
তিনি আরও বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব, এটিকে কেন্দ্র করে কেউ যেন দলাদলি বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্রী শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সভানেত্রী তিলোত্তমা দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, শংকর দে, দিলিপ সাহা, ভজন সাহা, প্রচার সম্পাদক সুমন দে, তপন সাধু, দেওভোগ সাধুনাগ মহাশয় আশ্রম মন্দিরের সভাপতি ননি গোপাল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, মহাজোট নেতা খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।