সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led04সোনারগাঁ

পূজার আনন্দ হলো বিষাদে, অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

লাইভ নারায়ণগঞ্জ: উৎসবের রং মুহূর্তে ফিকে। পূজামণ্ডপ দেখতে বেরিয়েছিলেন কুমিল্লা থেকে বেড়াতে আসা কিশোর অভয় দাস (১৪)। কিন্তু সেই আনন্দযাত্রা পরিণত হলো মর্মান্তিক মৃত্যুতে। রোববার সন্ধ্যায় সোনারগাঁয়ের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় দ্রুতগামী দুটি অটোরিকশার রেষারেষিতে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই অভয়ের মৃত্যু হয়।

নিহত কিশোর অভয় দাস (১৪) মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজন অপু দাস জানান, অভয় দাস তার পরিবারের সঙ্গে মেঘনা উপজেলা থেকে কাবিলগঞ্জে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে পার্শ্ববর্তী ঋষীপাড়া এলাকার পূজা মণ্ডপে ঘুরতে যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হয়।

অপু দাসের বর্ণনা অনুযায়ী, পথে একটি অটোরিকশা অন্যটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এর ফলে সেটি রাস্তার পাশে গভীর খালে উল্টে পড়ে। এই দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অভয়ের জীবনাবসান হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম এই হৃদয়বিদারক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িতদের শনাক্তকরণ এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email