মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
রাজনীতি

পূজামণ্ডপে আর্থিক সহায়তার আশ্বাস দিলেন রিয়াদ চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ফতুল্লা থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের কর্মকর্তাদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় ফতুল্লা বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, “সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পূজার সময় যাতে কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারণ সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজামণ্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সবুজ দাস, পঞ্চবটি শিষ মহল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি নিখিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষসহ অন্যান্য পূজামণ্ডপের কর্মকর্তারা।

এছাড়া, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা।

RSS
Follow by Email