বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led02সোনারগাঁ

পুষ্টিহীনতা আমাদের দেশের একটি বড় সমস্যা: ইউএনও ফারজানা রহমান

লাইভ নারায়ণগঞ্জ: দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অপুষ্টির অভিশাপ থেকে মুক্ত করতে এবং তাদের সুস্থভাবে গড়ে তুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এ সভায় পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন।

এই সেমিনারে বক্তারা পুষ্টি সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শুধু খাবারের পরিমাণ নয়, তার গুণগত মানও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তিনি বলেন, ‘পুষ্টিহীনতা আমাদের দেশের একটি বড় সমস্যা। এই সমস্যা দূর করতে শিশুদের শুরু থেকেই পুষ্টি সম্পর্কে সচেতন করতে হবে।’

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের কনসালট্যান্ট ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ মাহমুদা নাজনীন। তিনি বলেন, ‘শিশুদের খাবার তালিকায় শস্য, ডাল, ফল, সবজি, মাছ, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবার রাখা জরুরি। অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।’

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি-কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকলেই অপুষ্টি দূরীকরণ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

RSS
Follow by Email