বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led04জেলাজুড়েসোনারগাঁ

পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই সোনারগাঁয়ে ১৬শ’অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে দুদিনের বিশেষ অভিযানে ১৬শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার এবং বুধবার (৩ জুলাই) সারাদিন উপজেলার সাদিপুর, মিরেরটেক, হাতুড়িপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, এইসব এলাকায় বিভিন্ন দীর্ঘদিন ধরে আবাসিক ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছিল। তাছাড়া ওই এলাকার শিল্প প্রতিষ্ঠানে বৈধ গ্যাস পাওয়া যাচ্ছিল না। শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করেন। সেই অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

RSS
Follow by Email