পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে: এড. ইউসুফ খান টিপু
লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও খন্ডে খন্ডে বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে নগরীর প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধায় মিছিল পন্ড হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদ্য কারামুক্ত সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটির আয়োজন করা হয়। সে সময়ে পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধোস্তি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থান ত্যাগ করে বালুর মাঠ এলাকায় গিয়ে মিছিল বের করে।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা প্রস্তুতি নিয়ে দুপুর সোয়া ৩টার দিকে মিছিল করার চেষ্টা করি। এ সময় সদর থানার ওসি তদন্ত সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা আমাদের মিছিল করতে বাধা দেয়। সেই সাথে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।