পুর্বাচলে অবৈধ প্লট বাতিলসহ নানা দাবীতে সংবাদ সম্মেলন
লাইভ নারায়ণগঞ্জ: পূর্বাচলের প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নং সেক্টর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানীমুক্ত রাজউকের সেবাসহ অবৈধভাবে পাওয়া সব প্লট বাতিলের দাবী করা হয়।
এসময় স্থানীয় প্লট বঞ্চিত আদিবাসীদের অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন বলেন, পূর্বাচলে সাড়ে ৬ হাজার একর জমির মাঝে ৭০ হাজার আদিবাসী ছিলো। যাদের মাঝে হাজারের অধিক প্রকৃত আদিবাসি বিগত সময়ে তুচ্ছ জটিলতায় প্লট বঞ্চিত হয়েছেন। অথচ আওয়ামীলীগের নেতাকর্মীরা এখানকার বাসিন্দা না হয়েও হাজারের অধিক প্লট হাতিয়ে নিয়েছে। তবে সম্প্রতি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস পূর্বাচলে অবৈধভাবে বরাদ্দকৃত প্লট বাতিলের ঘোষণা দিয়েছেন। আমরা আশাবাদী। কিন্তু প্রকৃত আদিবাসীদের প্লট নিয়ে এখনো ঘোষনা দেননি। তাই অবিলম্বে এখানকার আদিবাসীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষিতে রাজউক মসজিদের ৩ কাঠার পরিবর্তে ৬ কাঠা, বিদ্যালয়ের মাঠ সংযোজন, স্টেডিয়াম ও সড়কের নাম পরিবর্তনের দাবী আমলে নিয়েছেন। এসব দ্রুত বাস্তবায়নের দাবী করছি।