পুরো সমাজ পরিবর্তন করতে পারব না, কিন্তু নিজেকে বদলাতে পারব: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: সরকারি চাকরিতে নিয়োগ মানেই সমাজে প্রচলিত ‘যদি’ আর ‘কিন্তু’-এর ধারণা ভেঙে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাস্তবতা ও ‘জুলাইয়ের স্পিরিট’ অনুযায়ী এদেশের মেধাবী সন্তানরা যেন বৈষম্যহীনভাবে সরকারি চাকরি পায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের অধীনে ৭ ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত ১৪ জনের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “সরকারি চাকরির বিজ্ঞপ্তি এলেই সমাজে একটা ধারণা কাজ করে- ‘যদি’ আর ‘কিন্তু’। আমরা সেই ধারা ভাঙতে চেয়েছি। প্রথম দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই নিয়োগ হবে মাত্র ১১২ টাকায়। আজ সেই অঙ্গীকার পূরণ হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে পেরেছি। আমাদের শহীদরা যে ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
নিয়োগপ্রাপ্ত নতুন কর্মচারীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আপনাদের যেমন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মান করা হয়েছে, তেমনি আপনাদের কাজ হবে জনগণের প্রতি সেবা নিশ্চিত করা। আপনার সামনে যে সেবাগ্রহীতা দাঁড়াবে, তার কাগজপত্র ভালোভাবে দেখে বিনয় ও আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধান করবেন। আমাদের কাজ জনগণ ও রাষ্ট্রের জন্য।”
নিজের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি হয়তো পুরো সমাজ পরিবর্তন করতে পারব না, কিন্তু নিজেকে বদলাতে পারব। যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব। সরকারি চাকরিতে স্বচ্ছতা বজায় রেখে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিন, সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, সহকারী কমিশনার সায়মা রাইয়ান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
