বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
ধর্ম

পি আর পদ্ধতির দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুক্রবার

লাইভ নারায়ণগঞ্জ: চাষাঢ়া শহীদ মিনারে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ও দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। পি আর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শুক্রবার এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুদ বিল্লাহ’র নেতৃত্বে এই দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন নগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মো. ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সমাবেশের বার্তা পৌঁছে দেন এবং এতে যোগদানের জন্য আহ্বান জানান।

মুফতি মাসুদ বিল্লাহ বলেন, “শুক্রবার অনুষ্ঠিতব্য গণসমাবেশ একটি নজির স্থাপন করবে, ইনশাআল্লাহ। আমরা দেশের সকল দেশপ্রেমিক মানুষকে এই সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” তিনি জানান, এই গণসমাবেশের মাধ্যমে তারা জনগণের সামনে পি আর পদ্ধতির নির্বাচনের গুরুত্ব তুলে ধরবেন এবং এর পক্ষে জনমত তৈরি করবেন।

RSS
Follow by Email