বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েবন্দরশিক্ষা

পিয়ার সাত্তার লতিফ স্কুল কমিটির নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে অবস্থিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন পক্র জমা দিয়েছে।

রবিবার (৭ জুলাই) পুরুষ অভিভাবক সদস্য পদে ৪ জন এবং মহিলা অভিভাবক সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন, পুরুষ সদস্য পদে মোঃ আমির হোসেন, ইব্রাহিম টুটুল, মোঃ আফজাল হোসেন ও আক্তার সজল। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মিলি আক্তার।

প্রসঙ্গত, ৪ জুলাই থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল শুরু করেছে। ৮ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ জুলাই মনোনয়নপত্র বাছাই ১১ জুলাই প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email