শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
Led03রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে: মাওলানা মইনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। সরকারকে দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম’আ শহরের মিশন পাড়া মোড় থেকে শুরু হওয়া জামায়েত ইসলামীর গণমিছিলে এসব কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের গণমিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এটা এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই বর্তমান সরকারের উচিত গণমানুষের দাবি দ্রুত মেনে নেওয়া।”

RSS
Follow by Email