পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নগরীতে জামায়াতের গণমিছিল
লাইভ নারায়ণগঞ্জ: প্রচলিত নির্বাচনী ব্যবস্থা নয়, বরং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে নারায়ণগঞ্জ মহানগরীতে এক বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে, চলমান ছাত্র-জনতার ওপর অন্যায়-জুলুমের বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে অত্যাবশ্যক বলে জোর দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম’আ শহরের মিশন পাড়া মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি নারায়ণগঞ্জের রাজপথে দলটির রাজনৈতিক অবস্থানকে আরও একবার স্পষ্ট করলো। মিছিল থেকে জামায়াত নেতারা ঘোষণা করেন, দেশে আর কোনো ‘ফ্যাসিবাদ’ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে।
মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এক কঠোর বার্তা দেন। তিনি বলেন, “সংগ্রামী নারায়ণগঞ্জবাসী! আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়নসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। এদেশে যেনো আর কোনো অন্যায়, জুলুম, নির্যাতনে হাসিনার মতো ফ্যাসিজম না আসতে পারে।”
তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, “আমরা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে ছাত্র-জনতার উপর অন্যায়, জুলুম নির্যাতনের বিচার করতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। আমরা বার বার বলতে চাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো বিকল্প নেই।” মাওলানা জব্বার আরও অভিযোগ করেন, বর্তমান সরকার একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিচার দৃশ্যমান করার দাবি জানান।
মিছিলে উপস্থিত থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশের সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, “এটা এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই বর্তমান সরকারের উচিত গণমানুষের দাবি দ্রুত মেনে নেওয়া।”
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন, সহ মহানগরী ও থানা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই কর্মসূচি চলমান আন্দোলনের অংশ এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।