পিআরসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: পিআরসহ পাঁচ দফা দাবিতে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডিআইটি চত্বরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে প্রস্তুতি সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শহর শাখা উত্তর এবং বন্দর থানা দক্ষিণের নেতাকর্মীরা পৃথক যৌথ সভার আয়োজন করে।
শহর শাখা উত্তর কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “পিআরের দাবিতে আমরা মাঠে আছি এবং থাকব। দাবি আদায়ে আমীরের হুকুমে যেকোনো কর্মসূচি পালনে আমরা সর্বদা প্রস্তুত।” তিনি আরও যোগ করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন দেশ ও জনগণের প্রাণের দাবি।
সভাটির সভাপতিত্ব করেন শহর শাখা উত্তর কমিটির সভাপতি মুহা. কবির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, বন্দর থানা দক্ষিণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। সভার সভাপতিত্ব করেন বন্দর থানা সভাপতি আলহাজ্ব আবুল হাশেম। সভায় থানার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দুই সভার বক্তারা বিক্ষোভ মিছিলে সকল নেতাকর্মী এবং তৌহিদী জনতাকে উপস্থিত থাকার অনুরোধ জানান।