বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Led02রাজনীতি

পার্ট টাইম ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা, না.গঞ্জেও আসতে পারে সিদ্ধান্ত

লাইভ নারায়ণগঞ্জ: পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব শিক্ষার্থীরা পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ছাত্রদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে এক হাজার যুবককে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কোর্স করানো হয়েছে। ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জন নেওয়া হবে। শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই এই সময়ে ৪ ঘণ্টা করে এসব শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন। এ সময় পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে নারায়ণগঞ্জেও এ সংক্রান্ত সিন্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা।

লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের ঘোষণা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে শুনেছি। হয়তো নারায়ণগঞ্জেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত আসলে সে অনুযায়ি আমরা ব্যবস্থা নেব। তবে ঘোষণার আগে থেকেই আমাদের শিক্ষার্থীরা নিজের ইচ্ছায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় যানযট নিরসনে দায়িত্ব পালন করছে। যেখানেই তারা যানযট দেখছে সেখানেই নিজের উদ্যাগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে।

RSS
Follow by Email