বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

পাপ্পা গাজীর মনোনয়ন প্রত্যাহার, বললেন ‘ব্যক্তির চেয়ে দল বড়’

লাইভ নারায়ণগঞ্জ: দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতিক) এর ছেলে গোলাম মতুর্জা পাপ্পা।

তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিসিবির পরিচালক।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

এসময় গোলাম মতুর্জা পাপ্পা বলেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়৷ দেশের কোথায় কি হচ্ছে সেটা বিষয় নয়, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি৷ এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছাই প্রতিপালন করে।

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্মানের সঙ্গে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানাই।

RSS
Follow by Email