রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05শিক্ষা

পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি বাতিল ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এ কমিটিতে আহ্বায়ক পদে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে এবং সদস্যসচিব ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান।

আদেশে বলা হয়, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো।’

তবে এর কিছুদিন আগেই একই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-২) মো. ইয়ানুর রহমানের স্বাক্ষরিত করা এক অফিস আদেশে ১০ সদস্যের এ সমন্বয় কমিটি গঠন করা হয়।

RSS
Follow by Email