পাট রপ্তানি শর্তে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ দেখছে রপ্তানিকারকরা
লাইভ নারায়ণগঞ্জ: কাঁচাপাট রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘শর্তসাপেক্ষ’ অনুমতিকে পাট রপ্তানিকারকরা ‘অলিখিত নিষেধাজ্ঞা’ হিসেবে আখ্যায়িত করেছেন। রপ্তানি বন্ধ থাকায় কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও তারা অভিযোগ করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) ৫৮তম বার্ষিক সাধারণ সভায় পাট ব্যবসায়ীরা এই মন্তব্য করেন। বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসের আফজাল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী ও রপ্তানিকারক অংশ নেন।
দেশের সেরা পাট রপ্তানিকারক ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের কর্ণধার গণেষ চন্দ্র সাহা বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় শর্তসাপেক্ষ রপ্তানি দিয়ে মূলত অলিখিত পাটের রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে।” তিনি জানান, পাট ব্যবসায়ীরা এখনও নিষেধাজ্ঞার আগের এলসির মালামালও রপ্তানি করতে পারেননি।
তিনি অভিযোগ করেন, পাট ঘাটতির কথা বলে বাংলাদেশের জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন দাবি তুলে ৭ থেকে ৮ লাখ বেল পাট রপ্তানি ব্যাহত করছে।
গণেষ চন্দ্র সাহা সতর্ক করেন, “অনতিবিলম্বে শর্তসাপেক্ষ আদায় প্রত্যাহার করতে হবে। নতুবা পাটের বাজার যে কোনো সময় পড়ে যেতে পারে।” তিনি কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
সভায় দায়িত্ব হস্তান্তরের পর নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির রপ্তানিকারকদের সংকটের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “বর্তমানে কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় কাঁচাপাট ব্যবসায়ী রপ্তানিকারকরা সংকটে রয়েছেন। অনেক ব্যবসায়ী ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। ২ মাসে আমরা এক বেলও কাঁচাপাট রপ্তানি করতে পারিনি। শ্রমিকদেরকে বসিয়ে বসিয়ে মজুরি দিতে হচ্ছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রপ্তানি বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা শিগগির উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো। আগামী ১০ দিনের মধ্যে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। এটার সমাধান না হলে কঠিনতম অবস্থানে যেতে বাধ্য হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বিজেএ’র সদ্য সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন আকন্দ। তিনি সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটিকে অভ্যর্থনা ও দায়িত্ব হস্তান্তর করেন।
