বুধবার, নভেম্বর ৫, ২০২৫
জেলাজুড়েফতুল্লা

পাগলায় নাগরিক সভা: কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আংশিক নয়, বরং সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে নাগরিক সভার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে পাগলা ইসলামিয়া বাজার গাজী ম্যানশন এর নিচে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এই এলাকার বাসিন্দা ও জনগনের দীর্ঘদিনের দাবি— কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে, কোনো আংশিক নয়।

পাগলা পূর্বপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ডি.এম আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা কুতুবপুর ইউনিয়নকে নাসিকের অন্তর্ভুক্তির পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়নটি জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। প্রায় ১০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই ইউনিয়নের প্রতি বর্গকিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৬৯৯৭ জন এবং অধিকাংশ মানুষ অকৃষি পেশায় নিয়োজিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক সকল দিক থেকে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে থাকা এই ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিত।

নেতৃবৃন্দ তথ্য দিয়ে বলেন, ৩৬৪৭ একর আয়তনের এই ইউনিয়নে শিক্ষার হার ৬৫ ভাগ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)। এখানে ০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৫টি মাধ্যমিক বিদ্যালয়, হাজী মিসির আলী ডিগ্রী কলেজ সহ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী সমমানের মোট ২টি মাদ্রাসাসহ ২০টি মাদ্রাসা এবং ৩৩টি কিন্ডার গার্টেন রয়েছে। এছাড়া নৌ-বাহিনী ঘাটি, সেনাক্যাম্প, বৈদ্যুতিক পাওয়ার হাউস, খেলার মাঠ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এখানে বিদ্যমান।

বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি ২০০৯ সাল থেকে এই ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে গত ০৬/১০/২০২৫ইং তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সম্প্রসারণ সম্পর্কিত একটি স্মারক প্রদান করা হয়, যেখানে কুতুবপুর ইউনিয়নকে আংশিক সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে।

নাগরিক কমিটিসহ ইউনিয়নের সাধারণ জনগণ জেলা প্রশাসকের এই আংশিক অন্তর্ভুক্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। সভায় উপস্থিত বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন কমিটির সভাপতি মাসুম আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, দ্বীন ইসলাম দিলু, গাজী আনোয়ার হোসেন, এ্যাড. কবির হোসেন প্রমুখ।

RSS
Follow by Email