পাইকপাড়া থেকে যুবক আটক, হেরোইন উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ৩০ পুড়িয়া হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ । পুলিশের দাবি, আটককৃত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
আটককৃত ব্যক্তি পাইকপাড়া ৩০১ শাহ সূজা রোড এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. রমজান হোসেন রঞ্জু (৪৭)।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন দেওয়ান বাড়িস্থ রঞ্জুর বসত ঘরের সামনে পায়ে হাঁটা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় রমজান হোসেন রঞ্জুকে আটক করা হয়। পুলিশের দাবি, আসামির হেফাজত থেকে ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সদর মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।