বুধবার, অক্টোবর ৮, ২০২৫
Led02জেলাজুড়েসদর

পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও

লাইভ নারায়ণগঞ্জ: জনভোগান্তিহীন পরিকল্পিত উন্নয়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং বিশুদ্ধ পানির দাবিতে বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ নামে একটি সংগঠন।

সংগঠনের নেতাকর্মীরা নগরভবন ঘেরাও করে এই কর্মসূচি পালন করেন। পরে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর পক্ষ থেকে এনসিসি-এর কাছে যে পাঁচটি মূল দাবি পেশ করা হয়েছে, তা হলো:
১. জনভোগান্তিবিহীন পরিকল্পিত উন্নয়ন: ঠিকাদারদের ধীরগতির কারণে যেন ড্রেন সংস্কারের কাজ মাসের পর মাস না চলে এবং ফুটপাত ব্যবহার উপযোগী থাকে, সেই ব্যবস্থা নিশ্চিত করা।
২. মেট্রোরেল বাস্তবায়ন: যানজট নিরসনে নারায়ণগঞ্জে মেট্রোরেল বা আন্ডারগ্রাউন্ড রেলের ব্যবস্থা করা।
৩. ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ: ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক গবেষণা ও পদ্ধতি প্রয়োগ করা, এবং মশা কম থাকা সত্ত্বেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া বাড়ার কারণ অনুসন্ধানের জন্য নতুন কোনো ভাইরাস তৈরি হচ্ছে কি না তা খতিয়ে দেখা।
৪. বিশুদ্ধ পানি সরবরাহ ও কর প্রত্যাহার: দুর্গন্ধবিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত অবিলম্বে পানি কর প্রত্যাহার করা।
৫. জলাবদ্ধতা নিরসন: গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে পানি শীতলক্ষ্যায় ফেলার ব্যবস্থা করা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল, কিন্তু আমরা সিটি করপোরেশনের সকল বিভাগেই এই গতিশীলতা আশা করি। আমরা জন ভোগান্তিহীন উন্নয়ন চাই।” তিনি ঠিকাদারদের গাফিলতির সমালোচনা করে বলেন, “ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উন্নয়নকালে ভোগান্তি হয় ঠিকই, তবে এটা মাসের পর মাস চলতে পারে না।”

পানির গুণগত মান নিয়ে খোরশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দুই বছর ধরে টাকা দিয়ে ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত পাও ধোয়া যায় না। তারা যেহেতু বিশুদ্ধ পানি দিতে পারছে না, সেহেতু পানির বিল বন্ধ রাখা হোক। দুই দফায় পানির বিল দিয়ে কেন আমরা ময়লা পানি খাবো? যতদিন তারা বিশুদ্ধ পানি না দিতে পারবে, ততদিন এই পানির বিল বন্ধ রাখা হোক।”

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আগে বৃষ্টি হলে পানি চলে যেত, কিন্তু এখন জলাবদ্ধতা স্থায়ী হয়ে গেছে। আগে পানি বিসিক খাল ও কল্যানী খাল দিয়ে বের হত, এখন সেই খালগুলো ভরাট হয়ে গেছে। এই পানি অবিলম্বে শীতলক্ষ্যায় ফেলার ব্যবস্থা করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “আমরা একটি বাসযোগ্য নগরী চাই। আমরা পনেরো দিনের সময় দিচ্ছি। এরপরেও যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে প্রয়োজনে আমরা আমরণ অনশন করব।”

মানববন্ধন শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেনও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email