বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

পল্লিবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দুলালের শ্রদ্ধা নিবেদন

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পার্টি (জাপা)র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল।

গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শ্রদ্ধা জ্ঞপন করেন।
মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশের অবকাঠামোগত সকল উন্নয়ন পল্লিবন্ধু এরশাদের হাত ধরেই হয়েছে। নারায়ণগঞ্জের লিংক রোড, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল, বঙ্গবন্ধু সড়কসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বহু উন্নয়ন কর্মকান্ড জাতীয় পার্টির আমলেই হয়েছে।

তিনি আরও বলেন, তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

RSS
Follow by Email