রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04শিক্ষা

পরীক্ষার হলে খুলে পড়লো চলন্ত ফ্যান, আহত পরীক্ষার্থী

লাইভ নারায়ণগঞ্জ: পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

আহত শিক্ষার্থী নাম ফাল্গুনী আক্তার ঈশা (১৮)। সে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে। সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থী। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন দুপুর ১২টায় আমরা একজন শিক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান পরে আহত হওয়ার খবর পাই। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আমরা শিক্ষক সহ শিক্ষার্থীকে দ্রুত সাইনবোর্ড এর প্রো এ্যাকটিভ মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। তার গালের ডানপাশ কেটে যাওয়ায় ৩টি সেলাই দেয়া হয়। বর্তমানে মেয়েটি আশঙ্কামুক্ত। আসলে দুর্ঘটনায় কারো হাত নাই। আমি মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আহত শীক্ষার্থী এখন সুস্থ আছে। যদি এই বিষয়ে কেউ অভিযোগ করে তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহন করবো।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা এখনো খবর পাইনি। যদি এমন কোন ঘটনা ঘটে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

RSS
Follow by Email