মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led05আড়াইহাজার

পরিমানে কারচুপি, আড়াইহাজারে ৪ দোকানিকে ১৭ হাজার জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিমানে কম দেয়ার প্রমান পেয়ে ৪ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার আড়াইহাজার বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের প্যাকেট ব্যবহার করে পরিমাণে কারচুপি মাধ্যমে মিষ্টি বিক্রি করায় এ জরিমানা করা হয়।

বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৪টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মুসলিম সুইটসকে ২ হাজার, টাঙ্গাইল সুইটসকে ৫ হাজার, খোকন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও সিরাজের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

RSS
Follow by Email