মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
Led05শিক্ষা

পরিবেশ বাঁচাতে স্কুলে সচেতনতা: না.গঞ্জে শব্দদূষণ ও প্লাস্টিক বিরোধী কর্মশালা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠন গ্রীণ সেভারর্স-এর যৌথ উদ্যোগে নগরীর আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক জনাব আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই সচেতনতা শুরু হোক তোমাদের হাত ধরেই।

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ।

কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান রনি। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকেরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RSS
Follow by Email