মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led05রূপগঞ্জ

পরিবেশ দূষণের অভিযোগে দুই কারখানায় জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের অভিযোগে আল ফালাহ স্টিল নামের একটি রি রোলিং মিলসসহ দুটি কারখানাকে জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার (১৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

শাস্তির আওয়তায় আসা এ প্রতিষ্ঠান গুলো হলো রূপগঞ্জের বরপার তেতলাব এলাকার আল ফালাহ স্টিল এন্ড রি রোলিং মিলস লি. ও রূপগঞ্জের মুড়াপাড়া পাড়াইন এলাকার শফিক মেটাল। আল ফালাহ স্টিলকে ১ লাখ ও শফিক মেটালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, অভিযানটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা, প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email